শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছয় বছর পর দখলমুক্ত কোর্ট ষ্টেশনের কোটি টাকা দামের বাড়ি জমকালো আয়োজনে সম্পন্ন হয়েগেলো ধর্মনগর ত্রিপুরায় কৃষ্ণ প্রিয়া আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৪ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শনে আসেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর। প্রথমবারের মতো প্রকাশ্যে হকৃবি’র বাজেট ঘোষণা আন্তর্জাতিক সম্মাননা “টেরি বেকার” পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল আকাশে ড্রোন দিয়ে ইমোজি তৈরির বিশ্ব রেকর্ড হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির কার্যকরী কমিটি গঠন। কালচারাল অফিসার অসিত বরণের অপসারণের দাবিতে সিলেটে গণস্বাক্ষর হবিগঞ্জ জেলার উন্নয়ন ও সেবার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকতে চাই- নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন লুৎফুর সভাপতি, এস এম খোকন সহ-সভাপতি, জহুরুল সম্পাদক

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

প্রেস-বিজ্ঞপ্তি : সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরের জিন্দা বাজারস্থ একটি হোটেল হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় সদস্যদের সিদ্ধান্তে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, তথ্য প্রযুক্তির বর্তমান যুগে আনলাইন সাংবাদিকতার প্রয়োজনীয়তা ব্যাপক। প্রতিটি পত্রিকা টিকে থাকার জন্য অনলাইন ভার্সনের দিকেই সবাই এগুচ্ছে। ভবিষ্যতে সবাই অনলাইন পত্রিকা নির্ভর হবে।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, যুগের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার ধরণেও ব্যাপক পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব একটি মডেল প্রেসক্লাবে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।

সাধারণ সভা শেষে সকলের মতামতের উপর ভিত্তি করে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন শেখ মোঃ লুৎফুর রহমান সিলেটপোস্ট২৪ডটকম, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক (দৈনিক যুগভেরী ও সিলেট সংবাদ ডটকম), সহ-সভাপতি এজাজুল হক এজাজ (দৈনিক সোনালী সিলেট), সহ-সভাপতি জহুরুল ইসলাম লাল (দৈনিক সবুজ সিলেট), সহ-সভাপতি এস এম খোকন (ডেইলি নিউএইজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও সম্পাদক বাংলা কন্ঠ ডটকম), সহ-সভাপতি এ কে মিলন আহমদ (দ্যা বাংলাদেশ টুডে ডটকম), মশাহিদ আহমদ (আমাদের কন্ঠ ডটকম),

সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম (এটিএন বাংলা ইউকে ও সাপ্তাহিক হলি সিলেট),যুগ্ম সহ-সাধারণ সম্পাদক তাইবুর রহমান (নিউজ ভিশন বিডি ডটকম), কোষাধ্যক্ষ এমরান ফয়সল (নন্দিত সিলেট ডটকম), সহ-সাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী (সুরমা টাইমস), সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া (নতুন বার্তা ডটকম),

সহ-কোষাধ্যক্ষ আবুল কাহার (বাংলা টাইম টিউন),প্রচার প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল (সিলেট নিউজ পেপার ডটকম),দপ্তর সম্পাদক আজমল আহমদ রোমন (দৈনিক শ্যামল সিলেট),পাঠাগার সম্পাদক নয়ন আহমদ রনি (হলি সিলেট ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া (সিলেটপোস্ট ২৪ ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিক আহমদ রফিক (নিউজ বাংলা ডট নিউজ), মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা,

নির্বাহী সদস্যরা হলেন, নূরউদ্দিন রাসেল (সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকম), আবু হানিফ আমার (সংবাদ ডটকম), সাইফুদ্দিন জাবেদ হবিগঞ্জ প্রতিনিধি (দৈনিক তরুণ কন্ঠ ও সম্পাদক নিউজ হবিগঞ্জ), মোঃ আনিছুল ইসলাম আশরাফী (আমার সিলেট ২৪ ডটকম), আব্দুল মজিদ আওয়ার (নিউজ বিডি ডটকম), শেখ খালিদুর রহমান সাঈদ (হলি সিলেট ডটকম), জহিরুল ইসলাম রিপন (বিএম নিউজ ডটকম), কামরুল হাসান চৌধুরী তুহিন (সিলেট সংলাপ ডটকম)।

এছাড়া সদস্য যারা হলেন, মোহন আহমদ (দৈনিক জাগ্রত কন্ঠ),শামীম আহমেদ (সিলেট পোস্ট টিভি), ফাতেমা আক্তার সুইটি (সিলেট পোস্ট টিভি), রুবেল আহমদ (বাংলা টাইম টিউন ডটকম), আলী উবায়েদ ইমন (ভোরের আওয়াজ ডটকম), শেখ ছাদিম মিয়া (গাউ গ্রামের খবর ডটকম)। প্রেস-বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com