ড্রোনের মাধ্যমে মাত্র ৩ মিনিটে আকাশে সর্বোচ্চসংখ্যক ইমোজি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্র্যাডবুরি।
ক্যানসারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি নিচ্ছিলেন যুক্তরাজ্যের ক্রিস্টোফার ব্র্যাডবুরি। চিকিৎসা নিতে নিতেই ড্রোন শোতে (আকাশে ড্রোনের প্রদর্শনী) আগ্রহী হয়ে ওঠেন। এ নিয়ে উঠেপড়ে লাগেন। শেষ পর্যন্ত হয়েছেন সফল। এমনকি ব্যতিক্রমী ড্রোন শো করে গড়েছেন বিশ্ব রেকর্ডও।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যাডবুরি বলেন, ‘ক্যানসারের জন্য কেমোথেরাপি নিতে নিতে আমি শখের যে তালিকা তৈরি করেছিলাম, তা পূরণে ২০০৭ সালে পরীক্ষামূলক ড্রোন ওড়ানো শুরু করি। দেখলাম, এর জন্য আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে, যা ওই সময়ে আমার মানসিক অবস্থাকে ভালো করে তুলেছে। পাশাপাশি আমার শারীরিক চিকিৎসায়ও দারুণ কাজে দিয়েছে।’
কয়েক বছরেই এ কাজে নিজেকে দক্ষ করে তোলেন ব্র্যাডবুরি। বলেন, ‘আমি এখন টেলিভিশন ও চলচ্চিত্রের জন্য ড্রোনের সহায়তায় আকাশ থেকে দৃশ্য ধারণ করি, জরিপের কাজ করি। ড্রোনের ঝাঁক নিয়ে খেলতেও শুরু করেছি।’