শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছয় বছর পর দখলমুক্ত কোর্ট ষ্টেশনের কোটি টাকা দামের বাড়ি জমকালো আয়োজনে সম্পন্ন হয়েগেলো ধর্মনগর ত্রিপুরায় কৃষ্ণ প্রিয়া আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৪ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শনে আসেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর। প্রথমবারের মতো প্রকাশ্যে হকৃবি’র বাজেট ঘোষণা আন্তর্জাতিক সম্মাননা “টেরি বেকার” পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল আকাশে ড্রোন দিয়ে ইমোজি তৈরির বিশ্ব রেকর্ড হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির কার্যকরী কমিটি গঠন। কালচারাল অফিসার অসিত বরণের অপসারণের দাবিতে সিলেটে গণস্বাক্ষর হবিগঞ্জ জেলার উন্নয়ন ও সেবার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকতে চাই- নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান

বি.সি.জি বাংলাদেশ কুচিপুড়ি ডান্স এসোসিয়েশন ও নৃত্যকুড়ি নৃত্যালয়ের ১৩তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০২ বার পঠিত

প্রেসবিজ্ঞপ্তিঃ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সংগঠন বি.সি.জি বাংলাদেশ কুচিপুড়ি ডান্স এসোসিয়েশন ও নৃত্যকুড়ি নৃত্যালয়ের ১৩তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়। গত ০৮/০৩/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় বি.সি.জি বাংলাদেশ কুচিপুড়ি ডান্স এসোসিয়েশন ও নৃত্যকুড়ি নৃত্যালয়ের নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ১৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ ও শুভাশ আচার্য্য এর সঞ্চালনায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নৃত্যকুড়ি নৃত্যালয়ের প্রশিক্ষক ও পরিচালক গৌতম দাশ সুমন।

বি.সি.জি বাংলাদেশ কুচিপুড়ি ডান্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি প্রশিক্ষক ও পরিচালক, (রূপকল্পম সোসাইটি কলকাতা, ভারত) আই সি সি প্যানেল আর্টিষ্ট ভারত থেকে আগত ববি চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জনাব অসিত বরণ দাশ গুপ্ত প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষনা করেন। বাংলাদেশে অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি কুচিপুড়ি ভারতের ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য যা বাংলাদেশে এই প্রথম নৃত্যকুড়ি নৃত্যালয়ের ছাত্রছাত্রীরা মুক্তমঞ্চে পরিবেশন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভ্রজ্যোতি দে, নৃত্য প্রশিক্ষক, ভরতনাট্যম, ত্রিপুরা, ভারত। নৃত্যকুড়ি নৃত্যালয়ের জন্য বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব ইফতেখার আহমেদ ফাগুন কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। নৃত্যানুষ্ঠানে দলীয় নৃত্য পরিশেন করেন শ্রীমঙ্গল নৃত্যালয়, নৃত্যাঙ্গন শ্রীমঙ্গল, আর এ ডান্স ক্লাব, কেয়া সিনহা, নৃত্য নিকেতন নবীগঞ্জ, নৃত্য ভুমি হবিগঞ্জ, বামবক্ষ হবিগঞ্জ ও নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ।

নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার গ্রেড এ পুরস্কার ছিল রৌপ্য পদক ও গ্রেড বি পুরস্কার ব্রোন্জ পদক বিজয়ীদের হাতে তুলেদেন সহ-সভাপতি মোজাম্মেল হক বাবুল, উপদেষ্ঠা এডভোকেট সায়লা পারভীন, জেনমিন আরা খানম চৌধুরী, নাহরীন আরা চৌধুরী, প্রফেসার জাহানারা খানম, সুজন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজিদ পরদেশী, মজনু শাহ্ সহ আরো অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্যকুড়ি নৃত্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল আহমেদ ও রাসেল আহমেদ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com