হবিগঞ্জ প্রতিনিধিঃ যাত্রী এবং ড্রাইভারদের মধ্যে বাকবিতন্ডা, বাড়ছে জনদূর্ভোগ। গত ১লা এপ্রিল থেকে সাধারন যাত্রীদের মতামত উপেক্ষা করে টমটম ভাড়া নির্ধারন করে সাধারণ যাত্রীদের একটি ভোগান্তিতে ফেলেছে এবং সাধারণ যাত্রীরা টমটম বয়কট করে হেটে চলেছে এবং ভাড়া নিয়ে মাঝে মধ্যে বাকবিতন্ডা চলছে যা লক্ষনীয়। গত দুদিনে বৃন্দাবন কলেজ রোড, শ্শানঘাট রোড, সায়েস্তনগর এলাকায় ঝগড়া খবর পা্ওয়া যায়, আবার অনেকে আমাদের ফোন করে জানাইতেছে বিভিন্ন সময়। তাই যখন তখন বড় ধরনের ঝগড়া হওয়ার আশঙ্কা রয়েছে যাত্রী এবং ড্রাইভারদের মধ্যে। হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদের সাথে কথা বলে জানা যায় মাননীয় জেলা প্রশাসক এবং পৌর মেয়রের প্রতি হবিগঞ্জ যাত্রী কল্যানের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষন করে, বলতে চায় ঈদের আগে সাধারন যাত্রীদের দাবী উঠানামা ৫ টাকা মেনে নিয়ে একটি সুন্দর সমাধান করার জন্য। কারন ঈদের সময় প্রায় সবারই মাথা গরম থাকবে এবং ভাড়া নিয়ে বাতবিতন্ডা লেগেই থাকবে এবং বড় ধরনের ঝগড়াও হতে পারে।
পাশাপাশি সাধারন যাত্রীদের মধ্যে যদি কোনো যাত্রী কোথাও লাঞ্চিত বা অপমানিত হওয়ার খবর পায় তাহলে তাড়া বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে, যা হবিগঞ্জ শহরে ইতিহাস হয়ে থাকবে, এমন মন্তব্য প্রকাশ করে।