স্টাফ রিপোর্টার ॥ ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান কাজল দাস। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। কাজল দাসকে সভাপতি এবং অতনু বর্মনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। কাজল দাস ২০০৯ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস এবং ২০১১ সালে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত গত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে বিপুল ভোটে জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। উল্লেখ্য, এই বহুল প্রতীক্ষিত এ ডাকসু নির্বাচনে তিনিই ছিলেন সিলেট বিভাগ থেকে নির্বাচিত একমাত্র সাধারণ সম্পাদক (জিএস)। ইতিপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজল দাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা। তিনি সংগীত শিক্ষক পরেশ দাস ও স্বর্গীয় বিভা রানী দাস দম্পতির একমাত্র পুত্র।