প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২০, ২:৩৯ পি.এম
“মুজিব বর্ষের মূলমন্ত্র, পুলিশিং হবে সর্বত্র” এই স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে, ২০২০ পালিত
প্রেস বিজ্ঞপ্তি: "মুজিব বর্ষের মূলমন্ত্র, পুলিশিং হবে সর্বত্র" এই স্লোগান কে প্রতিপাদ্য হিসাবে নিয়ে আজকে বাংলাদেশের সর্বত্র কমিউনিটি পুলিশিং ডে,
২০২০ পালিত হয়। প্রতিটি থানায় সমাজের প্রত্যেক শ্রেণি, পেশার জনসাধারণের উপস্থিতিতে রেলির মাধ্যমে শুরু হয় আজকের কমিউনিটি পুলিশিং ডে। বানিয়াচং ও আজমিরিগঞ্জ থানায় স্বাস্থ্যবিথী মেনে সকালে রেলি এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে দিবসটির উদযাপন শেষ হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুলিশ জনতার বন্ধুত্বের ও কাধে কাধ মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে কাজ করার বহিঃপ্রকাশ।
আলোচকগণ সমাজের বিভিন্ন অপকর্মের নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতার হাত আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসময় প্রধান আলোচক বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন আপনাদের সাথে নিয়ে বানিয়াচং ও আজমিরিগঞ্জ এলাকাকে মাদক, দাঙ্গা, জঙ্গী ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূলের জন্যে যে ব্যবস্থা প্রয়োজন তাই করে যাচ্ছি এবং ভবিষ্যতও তা অব্যাহত থাকবে।
হবিগঞ্জ
সম্পাদক: আবুল ফজল মোঃ সাইফুদ্দিন (জাবেদ) সহ: সম্পাদক- ইফতেখার আহমেদ ফাগুন অফিস: এম এস অনলাইন, তিনকোণা পুকুর পাড়, হবিগঞ্জ। মোবাইল: 01711909142 email: editor@newshabiganj.com