বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো প্রকাশ্যে হকৃবি’র বাজেট ঘোষণা আন্তর্জাতিক সম্মাননা “টেরি বেকার” পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল আকাশে ড্রোন দিয়ে ইমোজি তৈরির বিশ্ব রেকর্ড হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির কার্যকরী কমিটি গঠন। কালচারাল অফিসার অসিত বরণের অপসারণের দাবিতে সিলেটে গণস্বাক্ষর হবিগঞ্জ জেলার উন্নয়ন ও সেবার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকতে চাই- নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বাংলাদেশের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষনা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন লুৎফুর সভাপতি, এস এম খোকন সহ-সভাপতি, জহুরুল সম্পাদক হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত। হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জে বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বনপা হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক সাইফুদ্দিন জাবেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম খোকন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বনপা’র সদস্য সংগ্রহ ও কমিটি গঠন উপ কমিটির সদস্য এম. সাইফুর রহমান তালুকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, হবিগঞ্জ ইনফোর আইন উপদেষ্ঠা এডভোকেট সায়লা খান, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, বনপা হবিগঞ্জ জেলা শাখার সদস্য শাহ মামুনুর রহমান, এস এম খলিলুর রহমান রাজু,সাংবাদিক মিজানুর রহমান মিজানসহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এম. সাইফুর রহমান তালুকদার বলেন, বনপা সারাদেশের অনলাইন নিউজপোর্টাল মালিকদের প্রাণের সংগঠন । দীর্ঘ আট বছর থেকে আমরা নিউজপোর্টাল মালিকদের স্বার্থ সংরক্ষণে কাজ অনলাইন নিউজপোর্টার সমূহের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে বনপা বদ্ধ পরিকর। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেছেন সাংবাদিকদের লিখনির মাধ্যমে যেকোন একটি ঘটনা দেশবাসী জানতে পারে। তাই সতর্কতার সহিত তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। আপনারা অপরাধীদের সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করা হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেছেন, অনলাইন নিইজপোর্টাল বদৌলতে এখন ঘটনা ঘটার সাথে সাথেই আমারা খবর পেয়ে যাচ্ছি। ফলে যেকোন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা যাচ্ছে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মুল সম্ভব। আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা একটি সুন্দর সমাজ উপহার দিব।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেছেন একটি সময় ছিল যখন আমরা দৈনিক পত্রিকা পেতাম ৩দিন পর। তখন খবরের জন্য জন্য পত্রিকার দোকান গুলো থেকে কপি সংগ্রহ করতে হতো। আর এখন বিছানায় শুয়েই অনলাইনেই খুব দ্রুত প্রিন্ট পত্রিকাসহ অনলাইন পত্রিকা পড়া যায়। পৃথিবীটা এখন মুঠের ভিতরে এসে গেছে। একটি মোবাইল ফোনে এখন কথাবলা থেকে শুরু করে কম্পিউটারের কাজ, পত্রিকাপড়া, ক্রয়বিক্রয়সহ প্রয়োজনীয় বেশীরভাগ কাজই করা যায়। তিনি আরো বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। আয়নার সামনে আমি দাড়ালে যেমন অন্যের ছবি দেখায়না তদ্রুপ প্রকৃত সাংবাদিকরা কখনও অসত্য সংবাদ পরিবেশন করেনা। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com