ষ্টাফ রিপোর্টার: নবীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে (৫২) গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাজী হেলাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি পলাতক এডভোকেট আবু জাহির সমর্থিত নেতা হিসেবে পরিচিত। এদিকে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে আইন শৃঙখলা বাহীনি।
ওদিকে,আবু জাহির সমর্থিত সক্রিয় নেতাকর্মীকে বিশেষ নজরদারির খবর নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই চক্র স্থানীয় পুলিশ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের কতিপয় নেতাকে ম্যানেজ করে দিবালোকে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানী সূত্র জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী হেলালকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।