মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিল অনুষ্টিত। হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির উপদেষ্ঠা সাইফুদ্দিন জাবেদকে সংগঠনের নতুন কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা প্রদান। বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যাত্রী এবং ড্রাইভারদের মধ্যে বাকবিতন্ডা, বাড়ছে জনদূর্ভোগ। হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির প্রধান উপদেষ্ঠা জিয়াউল হাসান তরফদার মাহিনকে সংগঠনের নতুন কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা প্রদান। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এবং ভাষা প্রশিক্ষণকোর্সের হবিগঞ্জ জেলা’র সকল শিক্ষার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অযুক্তিকভাবে টমটম ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদের বয়কট টমটমের ভাড়া উঠানামা ৫টাকাসহ ৯ দফা দাবীতে কাল মানববন্ধন করবে হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ হবিগঞ্জ সচেতন নাগরিক কমিউনিটির নতুন কার্যকরী কমিটি গঠন। সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরি অলংকারসহ অর্থকড়ি লুট

হবিগঞ্জে বিচার, নির্বাহী ও স্বাস্থ্য বিভাগের ১৭ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ১৭ জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে আইসোলেশনে আছেন। এর মধ্যে ১০ জন বিচারক, ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২ জন উপজেলা নির্বাহী অফিসার, ১ জন সহকারি কমিশনার ভূমি, ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার রয়েছেন। জেলার বিচার বিভাগে কর্মরত মোট ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘিœত হচ্ছে বিচার কাজ। এছাড়া ৩ জনের মধ্যে ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক করোনা আক্রান্ত হওয়ায় অন্য কর্মকর্তাদের কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের আরও ৩ জন কর্মচারীও আক্রান্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী ও তার স্ত্রী সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ও নবীগঞ্জ সহকারি কমিশনার ভূমি উত্তম কুমার দাস। এছাড়া কর্মচারীদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সিএ শেখ আল-আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজল মিয়া। বিচারকদের মধ্যে আক্রান্ত হয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আরও অনেকেই আক্রান্ত আছেন। যাদের সবার নাম এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি বলেন, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। এত বেশি আক্রান্ত হচ্ছে যে সবার নাম তালিকা থেকে বাছাই করে বের করা কঠিন হয়ে পড়েছে। তবে আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন। তাদের অনেকেই বেশ ভাল আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com